মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা

ভিন্নপথ-মতের মানুষকে নিপীড়ন করা হচ্ছে

—আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

দেশে ভিন্নপথ ও ভিন্নমত অবলম্বন করলেই দমন-নিপীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশে এখন ভিন্নপথ ও ভিন্নমতের কোনো সুযোগ নেই। সামাজিক অধিকারের সঙ্গে আমাদের ভোটাধিকারও কেড়ে নিয়েছে সরকার। গতকাল জাতীয় প্রেসক্লাবে সাংবিধানিক অধিকার ফোরাম আয়োজিত ‘স্বাধীনতার চেতনায় রবীন্দ্রনাথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। আয়োজক সংগঠনের সভাপতি সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল, পশ্চিমবঙ্গের নাট্যকার কাবেলী বসু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপন, এবং আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সুরঞ্জন ঘোষ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর