মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা

সমুদ্রসম্পদ আহরণে সহযোগিতা করবে ভারত

কূটনৈতিক প্রতিবেদক

সমুদ্রসম্পদ আহরণে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে ভারত। গতকাল ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্লু-ইকোনমি বা সাগর অর্থনীতি নিয়ে বাংলাদেশ-ভারত প্রথম বৈঠকে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সুজাতা মেহতা এ কথা জানিয়েছেন। সম্পদ আহরণে সহযোগিতার কর্মপন্থা নির্ধারণের কারিগরির নানা দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা যায়, ২০১৩ সালে মিয়ানমার ও ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশ বঙ্গোপসাগরে ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটারে সার্বভৌম অধিকার পেয়েছে। এ ছাড়া চট্টগ্রাম তীর থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্র তলদেশ ও এর উপরের সব সম্পদের মালিকানা পেয়েছে। সমুদ্রসীমা চিহ্নিত হওয়ার পর এ বিশাল অঞ্চলের সম্পদ আহরণের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া শুরু করে সরকার। কিন্তু বাংলাদেশের সক্ষমতা না থাকায় অন্যদের সহযোগিতা নেওয়া শুরু হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর