মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা

গাড়ি কিনে দেওয়ার নামে প্রতারণা, পিতা-পুত্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বিদেশ থেকে আনা গাড়ি কম দামে কিনে দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থেকে পিতা-পুত্রকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হলেন হাফিজুর রহমান খান (৭০) ও তার ছেলে বিপ্লব খান (২৮)। রবিবার দিবাগত রাতে ধানমন্ডির এ-৬ নম্বর জিগাতলার বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় হাফিজুর রহমানের ছেলে প্রতারণায় সহযোগিতাকারী মিথুন খান ও তামিম খান পালিয়ে যান। রাজধানীর অভিজাত এলাকায় ‘খান ইন্টারন্যাশনাল’ নামে অফিস খুলে তারা প্রতারণা করে আসছিলেন। ব্যবসায়ী ও চিকিৎসকসহ ২৪ জনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে তারা প্রায় ছয় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানিয়েছে র‌্যাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর