মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মোহাম্মদ হোসেন ও কিশোরগঞ্জের মো. মোসলেম প্রধানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দুই আসামির বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ছয়টি অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে এ মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ৫ জুন প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। দুই আসামির মধ্যে কারাগারে আটক মোসলেমকে আদালতে হাজির করা হয়। তবে অন্য আসামি সৈয়দ মো. হোসেন পলাতক। আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। গত বছরের ৭ জুলাই ট্রাইব্যুনালের নির্দেশে কিশোরগঞ্জের নিকলী উপজেলার কামারহাটি গ্রাম থেকে মোসলেমকে গ্রেফতার করে পুলিশ। ২০১৪ সালের ১৩ নভেম্বর থেকে গত বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ দুই আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত করা হয়। এ মামলায় আসামিদের বিরুদ্ধে ৬২ জনকে হত্যা, ১১ জনকে অপহরণ, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। এ মামলায় মোট ৪৭ জনকে সাক্ষী করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর