রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

জলবায়ু পরিবর্তন বিশ্বের জন্য হুমকি : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন সারা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ জন্য সমুদ্র উপকূলবর্তী দেশ এবং দ্বীপ রাষ্ট্রগুলো বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হচ্ছে। বিশ্বের সব রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে এ বিপর্যয় রোধে একযোগে কাজ করতে হবে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গতকাল ইন্টার পার্লামেন্টারি এসেম্বলি অব মেম্বার নেশস অব দ্য কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের ৪৪তম সম্মেলনের প্ল্যানারি সেশনে বক্তৃতা করার সময় তিনি এ আহ্বান জানান। সংসদ সচিবালয় জানায়, রাশিয়ান ফেডারেশনের স্পিকার ও আইপিএসিআইএসের চেয়ারপারসন ভ্যালেনটিনা ম্যাটভিয়েনকোর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আইপিএ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এমপিও বক্তৃতা করেন।

সর্বশেষ খবর