রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছাল

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আটটি সাধারণ শিক্ষাবোর্ড ও কারিগরি বোর্ডের অধীনে এ পরীক্ষা আগামী ২৭ মে শুক্রবার অনুষ্ঠিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয় পত্র, লঘু সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, নাট্যকলা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয় পত্র (ডিআইবিএস) বিষয়ের পরীক্ষা হবে ২৭ মে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত। আর রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), ইতিহাস দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), গৃহ-ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা হবে বেলা আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত।

সর্বশেষ খবর