রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা
বিএফইউজে একাংশের আলটিমেটাম

৩০ জুনের মধ্যে নবম ওয়েজবোর্ড গঠন করুন

নিজস্ব প্রতিবেদক

আগামী ৩০ জুনের মধ্যে নবম ওয়েজবোর্ড গঠনসহ সাংবাদিক নেতা শওকত মাহমুদ, প্রবীণ লেখক শফিক রেহমান ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের নির্বাহী পরিষদ। একই সঙ্গে সব বন্ধ মিডিয়া খুলে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত সভায় এসব দাবি জানান তারা। বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন হারুনের সভাপতিত্বে সভায় বিএফইউজের সহকারী মহাসচিব মোদাব্বের হোসেন ও নূর ইসলাম, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, দফতর সম্পাদক আবু ইউসূফ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, নির্বাহী সদস্য এহতেশামুল হক শাওন, কামার ফরিদ, সৈয়দ ফজলে রাব্বি ডলার, আসাদুজ্জমান আসাদ, শফিউল আলম দোলন, হায়দার আলী প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর