রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

বিভিন্ন মহল জঙ্গিদের উসকে দিচ্ছে

----------- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিভিন্ন মহল দেশের ভিতর জঙ্গিদের উসকে দিচ্ছে। একটি রাজনৈতিক দল জঙ্গিদের মদদ দিচ্ছে। তারা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে নিষ্ক্রিয় জঙ্গিদের সক্রিয় করে দেশের ভিতরে নাশকতা সৃষ্টির জন্য উসকে দিচ্ছে। গতকাল সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ‘টেরোরিস্ট থ্রেট অ্যান্ড রেসপন্স’ বিষয়ক সপ্তাহব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জঙ্গিবাদের সমস্যা শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে। কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটি) সক্ষমতা বাড়াতে আমরা কাজ করছি। কর্মশালার আয়োজন করেছে ডিএমপির ট্রেনিং একাডেমি এবং সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিকাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চ সংস্থা। কর্মশালায় পুলিশ, র্যাব, ডিবি, ডিজিএফআই, এনএসআই, এসবি ও সিআইডির ৫৬ সদস্য অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে র্যাবের ডিজি বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসাবে আসা সিঙ্গাপুরের সিটি ইউনিটের প্রধান ড. রূহান গুনা রত্ন বলেন, জঙ্গিদের শুধু গ্রেফতার করলেই চলবে না, তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। ইন্টারনেট ও সাইবার মাধ্যমগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। জঙ্গিরা কোনো ধর্মের নয়, তারা সন্ত্রাসী। তারা নানাভাবে ধর্মকে ব্যবহার করে থাকে।

সর্বশেষ খবর