শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

টেকনাফের পাহাড়ে গুলিবিদ্ধ দুই লাশ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার টেকনাফের হ্নীলা পাহাড়ি এলাকা থেকে পুলিশ গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, গতকাল রাত আড়াইটার দিকে ১৪ নম্বর ব্রিজসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে দুটি বন্দুক, কার্তুজসহ লাশ দুটি উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, হ্নীলার দমদমিয়া পাহাড়ি এলাকায় দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলি হচ্ছে বলে পুলিশ খবর পায়। এরপর পুলিশ সেখানে গেলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুজনের লাশ পাওয়া যায়। তাদের কাছে দুটি দেশীয় বন্দুক ও চার রাউন্ড কার্তুজ ছিল। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুলচন্দ্র বণিক জানান, নিহতদের মধ্যে একজনের নাম সরওয়ার কামাল প্রকাশ, তিনি বতইল্লা সোনাদিয়ার মোহাম্মদ বাহাদুরের ছেলে। তার বিরুদ্ধে জলদস্যুতা, হত্যাসহ নানা অভিযোগে ১৩টি মামলা রয়েছে। অন্যজন মোহাম্মদ ইলিয়াছ, একই এলাকার নাছির আহমদের ছেলে। তিনি ‘বার্মাইয়া ইলিয়াছ’ বলে পরিচিত। তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা রয়েছে। এদিকে নিহতদের পরিবার থেকে দাবি করা হচ্ছে, গত বুধবার বিকালে উখিয়ার কোর্ট বাজার থেকে পুলিশ পরিচয়ে দুজনকে তুলে নেওয়া হয়। পরে পাহাড়ি এলাকায় নিয়ে ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে সুপরিকল্পিভাবে তাদের হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষুম তদন্ত ও বিচার দাবি করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর