মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু সিএনজি ড্রাইভার সন্দেহজনক আচরণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে সতর্ক থাকতে একটি বার্তা পাঠানো হয়েছে। গতকাল এক ইমেইলের মাধ্যমে শিক্ষকদের কাছে এ বার্তা পাঠান বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মোহাম্মদ সাহুল আফজাল। ইমেইল বার্তায় দেখা যায়, ব্র্যাকের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. তারেম আহমেদ এ বার্তাটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পাঠিয়েছেন। তারেম আহমেদ লিখেছেন, ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সিএনজি অটোরিকশার কিছু ড্রাইভার সন্দেহজনক আচরণ করছেন।

অনেকেই শঙ্কা করছেন, আইএস সদস্যরা সিএনজি ড্রাইভারের ছদ্মবেশে বের হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির সদস্যদের এ বিষয়ে সতর্ক থাকা দরকার। ড. তারেম আহমেদের এ বার্তাই বিভিন্ন শিক্ষকদের কাছে পাঠান রেজিস্ট্রার সাহুল আফজাল।

সর্বশেষ খবর