মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

অগ্নিদগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে বৃষ্টি ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুনে দগ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল ইসলাম (১৯) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়। শনিবার ভোর ৪টার দিকে আলীনগর এলাকায় ওই কারখানায় আগুন লাগে। এ সময় ঘুমন্ত অবস্থায় ছয় শ্রমিক দগ্ধ হন। এর মধ্যে নাজমুল ইসলাম গতকাল মারা যান। তার শরীরের ৫২ শতাংশ পুড়ে বলে জানান ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল। দগ্ধরা হলেন— মো. সুমন (১৮), মো. শাকিল (১৮), মনির হোসেন (১৬), আশিক আহম্মেদ (১৫) ও সজীব হোসেন (১৭)। চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, দগ্ধ সুমনের ৫৮ শতাংশ, শাকিলের ৭২ শতাংশ, মনিরের ৪৮ শতাংশ, আশিকের ২০ শতাংশ ও সজীবের ৬৬ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

সর্বশেষ খবর