মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পঙ্গু হাসপাতালের সামনে থেকে নারীসহ ৭ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগরে পঙ্গু হাসপাতালের সামনে থেকে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে নারীসহ দালাল চক্রের ৭ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। গতকাল পঙ্গু হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। র‌্যাব-২ জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুর থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-২ এর গোয়েন্দা টিম। এ সময় পঙ্গু হাসপাতালের সামনে থেকে রোগীদের সঙ্গে প্রতারণা ও দালালির অভিযোগে ৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে দালাল চক্রের সদস্য মোহাম্মদ মিন্টুকে এক মাসের, মোহাম্মদ বাবুকে ১০ দিনের, কাজী হাবিবকে ১০ দিনের, মালেকাকে ১৫ দিনের, ফাতেমাকে ১৫ দিনের ও মাকসুরাকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে অন্য সদস্য পারভীনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, হাসপাতালে আগত রোগীদের কম টাকায় চিকিৎসা করার প্রলোভন দেখিয়ে তারা আশপাশের বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান এবং বিনিময়ে ক্লিনিকের মালিকদের কাছে কমিশন পান।

সর্বশেষ খবর