শনিবার, ৩০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

হজে সরকারি গাইড হতে আড়াইশ কর্মকর্তা কর্মচারীর দৌড়ঝাঁপ

মোস্তফা কাজল

হজে সরকারি গাইড হতে আড়াইশ সরকারি কর্মকর্তা-কর্মচারীর দৌড়ঝাঁপ চলছে। তারা ‘হজ সেবক’ হয়ে সরকারি খরচে পবিত্র হজ পালন করতে ইচ্ছুক। এর মধ্যে কয়েকজন ইতিমধ্যে সরকারি খরচে হজ পালন করে এসেছেন। প্রায় দুই মাস বাকি থাকলেও বিভিন্ন মন্ত্রণালয় ও মন্ত্রণালয়াধীন বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা ‘হজ সেবক’ হতে মন্ত্রী, সচিব, সংসদ সদস্য, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের সুপারিশ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ে ধরনা দিচ্ছেন। এদের কেউ কেউ নিখরচায় সস্ত্রীক হজে যেতে জোর তদবির চালিয়ে যাচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে মেডিকেল টিমের সদস্য হিসেবে শতাধিক ডাক্তার, নার্স ও ফার্মাসিস্টের নামের তালিকা ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবিত  মেডিকেল টিমে ৪৩ জন ডাক্তার, ৪১ জন নার্স ও ২০ জন ফার্মাসিস্ট রয়েছেন। প্রস্তাবিত মেডিকেল টিমের অনেকেই বড় কর্মকর্তাদের খুশি করে নাম লিখিয়েছেন এবং ইতিপূর্বে একাধিকবার সরকারি খরচে হজ করেছেন এমন বেশ কয়েকজন নার্সকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে ঢামেক হাসপাতাল থেকে মনোনয়নপ্রাপ্ত দুজন সিনিয়র স্টাফ নার্সও রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল) তালিকা তৈরি করেছেন। এ ছাড়া ধর্ম মন্ত্রণালয়ের গাড়িচালক, এমএলএসএস, অফিস সহকারীসহ ১০-১২ জনও গাইড হতে জোর তদবির চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়। 

অপর এক সূত্র জানায়, অতিরিক্ত সচিব (হাসপাতাল) ফয়েজ আহম্মদকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের কমিটি যাচাই-বাছাই সাপেক্ষে যোগ্যদের তালিকা তৈরি করে ধর্ম মন্ত্রণালয়ে পাঠান। এ কমিটিতে স্বাস্থ্য অধিদফতর ও নার্সিং অধিদফতরের প্রতিনিধিরাও রয়েছেন। তারাও যথাযথ প্রক্রিয়ায় তালিকা করেননি বলে অভিযোগ রয়েছে। তবে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে ৫ জন ডাক্তার, ৫ জন নার্স ও ২ জন ফার্মাসিস্ট যারা ইতিপূর্বে একাধিকবার সরকারি খরচে হজ করেছেন এমন অভিজ্ঞদের তালিকায় রেখেছেন বলে জানা গেছে। তবে তাদের কেউ চলতি বছর হজ পালন করতে পারবেন না।

সর্বশেষ খবর