শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

গুলশান নয়, পুরো দেশকেই করতে হবে নিরাপদ : ইইউ দূত

কূটনৈতিক প্রতিবেদক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়েদুন বলেছেন, ‘জুলাইয়ের সন্ত্রাসী ঘটনার পর সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে অনেক উন্নতি হয়েছে নিরাপত্তাব্যবস্থার। কিন্তু আমরা এখনো সম্পূর্ণ নিরাপদ অবস্থায় পৌঁছতে পারিনি। আর শুধু গুলশানই পুরো বাংলাদেশের চিত্র নয়। তাই শুধু গুলশানকে নিরাপদ করলে হবে না। গোটা বাংলাদেশকে, এ দেশের ১৬ কোটি মানুষকে নিরাপদ করতে হবে। অবশ্য এজন্য কিছু সময় প্রয়োজন।’ বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিস (বিস) আয়োজিত কান্ট্রি লেকচারে ইইউ রাষ্ট্রদূত গতকাল এসব কথা বলেন। নির্ধারিত বক্তব্যে ইইউ দূত বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উদ্যোগ, বাংলাদেশ-ইইউ সম্পর্ক ও ব্রেক্সিটের প্রভাবসহ বিস্তারিত তুলে ধরেন।

ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়েদুন বলেন, বাংলাদেশ ও ইইউর মধ্যে অত্যন্ত চমৎকার সম্পর্ক রয়েছে।

সর্বশেষ খবর