সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

গাইবান্ধার জব্বারসহ ছয়জনের প্রতিবেদন ২৮ ডিসেম্বর দাখিল

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার আবদুল জব্বার মণ্ডলসহ ছয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। গতকাল বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে এই মামলায় গ্রেফতার মো. রঞ্জু মিয়াকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা এবং সাবিনা ইয়াসমিন খান মুন্নী। কারাগারে আটক অন্য চার আসামি হলেন আবদুল জব্বার মণ্ডল, মো. জাফিজার রহমান ওরফে খোকা, আবদুল ওয়াহেদ মণ্ডল, মমতাজ আলী ব্যাপারী। এ ছাড়া আজগর হোসেন খান পলাতক। এ মামলার আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা ও লুটসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

 

সর্বশেষ খবর