সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

অটোচালক হত্যায় ছয়জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের মামলায় এক মাস পর ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বরিশালের উজিরপুর, ঝালকাঠির নলছিটি, পিরোজপুর এবং ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উজিরপুর থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া অটোরিকশাটি। গ্রেফতাররা হলেন—ঝালকাঠির নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের আল-আমীন, একই গ্রামের সবুজ হাওলাদার ও সোলাইমান, বড় প্রেমাহার গ্রামের আল-ইমরান মিশেল এবং দহরমপুর গ্রামের মো. জেমিন ও মো. রাব্বী। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান জানান, গত ১৯ সেপ্টেম্বর ভোরে পরিকল্পনামাফিক ঝালকাঠি থেকে বরিশাল আসার জন্য একটি অটোরিকশা ভাড়া করে আসামিরা। অটোরিকশাটি বরিশাল নগরীর রূপাতলী অতিক্রমকালে আসামিরা চালক ঝালকাঠি সদরের জালাল খানকে গলায় লায়লনের রশি এবং মুখে শার্ট পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে তার লাশ নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী আদর্শ সড়কের মিরাজের দোকানের সামনের রাস্তায় ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা। পুলিশ প্রায় এক মাস তদন্ত করে হত্যার ক্লু উদঘাটন এবং জালাল হত্যায় জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, মাদক সেবনের টাকা জোগারের জন্য তারা এই কাজ করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ক্লুলেস একটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আসামিদের গ্রেফতারের বিষয়টি পুলিশের সাফল্য হিসেবে দেখছেন মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর