শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পদ্মা সেতু প্রকল্পে এসি বিস্ফোরণে শ্রমিক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতু ইয়ার্ডে এসি বিস্ফোরণে আজমীর হোসেন নিপুল (২৫) নামের এক শ্রমিক নিহত ও চীনা নাগরিক মিস্টার লি পিং (৪০) আহত হয়েছেন।  বৃহস্পতিবার রাত পোনে ৮টায় লৌহজংয়ের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকায় এসি বসানোর সময় তা বিস্ফোরণ হলে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিপুল মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় মিস্টার লি পিংকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। নিহত নিপুল লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর গোসাইল গ্রামের মো. শফিকুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্য দিয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. আনিচুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৭-৪৫ টায় পদ্মা সেতু কুমারভোগ এলাকায় চায়না এমভিসি-৪ এ মিকসার প্লানের ভিতর এসি বসানোর কাজ করার সময় হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই আজমীর হোসেন নিপুল (২৫) মারা যান এবং চীনা নাগরিক মিস্টার লি পিং (৪০) আহত হন। তাকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা পাঠানো হয়।

সর্বশেষ খবর