শিরোনাম
রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সেনাবাহিনীর ২৩০ শান্তিরক্ষী কঙ্গোতে

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ শান্তিরক্ষা  মিশনের আওতায় কঙ্গোতে দায়িত্ব পালনের জন্য  বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক কন্টিনজেন্ট, একটি ব্যান হেডকোয়ার্টর সাপোর্ট অ্যান্ড সিগন্যাল কোম্পানি এবং একটি ফোর্স ব্যানএমপি কন্টিনজেন্টের ১ হাজার ১৮১ সদস্যের প্রতিস্থাপন শুরু হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, জাতিসংঘের ভাড়া করা বিমানের ৭টি ফ্লাইটের মধ্যে ২৩০ জন শান্তিরক্ষী  নিয়ে প্রথম ফ্লাইটটি শুক্রবার কঙ্গো গেছে। এ কন্টিনজেন্টগুলোর দায়িত্বের মধ্যে রয়েছে জনগণের নিরাপত্তা বিধান এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজ। কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক কন্টিনজেন্ট, একটি ব্যান হেডকোয়ার্টার সাপোর্ট অ্যান্ড সিগন্যাল কোম্পানি এবং একটি ফোর্স ব্যানএমপি ২০০৩ সাল থেকে দক্ষতা এবং সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

সর্বশেষ খবর