মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন দেশি-বিদেশি ১০ প্রকৌশলী। গতকাল সকাল ১০টার দিকে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মাওয়া প্রান্তে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে আসেন প্রকৌশলীরা। সারা দিন প্রকল্প এলাকায় নির্মাণ কর্মকাণ্ড ঘুরে দেখেন তারা। পদ্মা সেতু প্রকল্প পরিদর্শনে আরও ছিলেন প্রফেসর সফিউল্লাহ, প্রফেসর বসুনিয়া, প্রফেসর ফিরোজ আহমেদ, প্রফেসর আবদুল আউয়াল, প্রফেসর কারবাজল, প্রফেসর ফিজিনো, প্রফেসর কজিনিউ, প্রফেসর ইশাহারা ও প্রফেসর ব্লাউস। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, পরিদর্শনে ১০ দেশি-বিদেশি প্রকৌশল মাওয়া প্রান্তে গতকাল সকালে এসে পদ্মা সেতুর ৩৭তম গ্রুপ পাইলসহ প্রকল্প এলাকা ঘুরে দেখেছেন। তারা এ প্রকল্পে কর্মরত দেশি-বিদেশি শ্রমিকদের সঙ্গে কথা বলে নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি আরও জানান, পরিদর্শনে আসা দেশি-বিদেশি ওই ১০ প্রকৌশলী তিন দিন পদ্মা সেতু প্রকল্প এলাকায় অবস্থান করবেন।