রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিএফইউজের মানববন্ধনে ওয়েজবোর্ড দাবি

নিজস্ব প্রতিবেদক

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংবাদপত্রের জন্য অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে সরকারের প্রতি এ দাবি জানান তারা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন—বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন—ডিইউজের একাংশ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি শামছউদ্দিন হারুনের সভাপতিত্বে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এম এ আজিজ, আবদাল আহমেদ, ডিইউজে সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, মোদাব্বের হোসেন, শহিদুল ইসলাম, শফিউল আলম দোলন প্রমুখ অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা সরকারের উদ্দেশে বলেন, অবিলম্বে সংবাদপত্রের জন্য নবম ওয়েজবোর্ড ঘোষণা করুন। সব বন্ধ মিডিয়া খুলে দিন। কারাবন্দী সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দিন।

সর্বশেষ খবর