বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
ভারতে দাম ৫ রুপি

পাচার হচ্ছে দুই টাকার নোট

নিজস্ব প্রতিবেদক

পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশি দুই টাকার নোট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এ নোটের চালান যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা চেষ্টা করেও পাচার রোধ করতে পারছে না। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশি দুই টাকার নোটের কদর ভারতে এখন আকাশচুম্বী। এই নোটটি ভারতে এখন ৫ রুপিতে বিক্রি হচ্ছে। আর এর মূল কারণ মাদক। মাদকসেবীদের অনেকের কাছে নেশাদ্রব্য গ্রহণের জন্য নতুন কড়কড়ে দুই টাকার নোট খুবই পছন্দের। হেরোইন ও ইয়াবা সেবনকারীরা এই নোট ব্যবহার করছে। এ ছাড়াও জাল টাকা তৈরি করতে এই দুই টাকার নোট ব্যবহার করা হচ্ছে। পাচার করতে গিয়ে গ্রেফতার হওয়া ভারতীয় নাগরিকদের কাছ থেকে পুলিশ এমন তথ্যই পেয়েছে।

দুই টাকার নোট পাচার হওয়ায় এই নোটের সংকটে পড়ার আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দুই টাকার নোট পাচার হওয়ার সঠিক কারণ বের করতে হবে। এভাবে পাচার হতে থাকলে এক সময় আমাদের অভ্যন্তরীণ বাজারে দুই টাকার নোটের চরম সংকট সৃষ্টি হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও বাংলাদেশ ব্যাংককে পর্যবেক্ষণ করা জরুরি। জানা গেছে, যশোরের বেনাপোল বন্দরে এ মাসেই দুই দফায় দুই টাকার নোটের বড় চালানসহ দুজন ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। মাসের শুরুর দিকে উদ্ধার করা হয় ২৬ হাজার দুই টাকার নোট। যার মোট অর্থমূল্য ৫২ হাজার টাকা। এরপর এক সপ্তাহের ব্যবধানে আবার জব্দ করা হয় দুই টাকার নোটের আরও বড় চালান, যার মোট মূল্য ৮২ হাজার টাকার বেশি। এ ঘটনায় দুজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, এগুলো ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল। এসব সেখানে হেরোইন বা ইয়াবা সেবনের জন্য ব্যবহার করা হতে পারে। এদিকে আটকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে, এসব নোটের মাধ্যমে পাইপ তৈরি করে হেরোইন ও ইয়াবা গ্রহণ করে মাদকাসক্তরা। এখন অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠেছে বাংলাদেশের দুই টাকার নতুন নোট। ফলে এসব নোট সীমান্তের চোরাইপথ এবং আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের চেষ্টা হচ্ছে বারবার। ভারতের বাজারে এ দুই টাকাই প্রতিটি ৫ রুপি পর্যন্ত মূল্যে বিক্রি করা হচ্ছে। প্রসঙ্গত, নতুন দুই টাকার নোটের একদিকে শহীদ মিনারের ছবি। অন্যপাশে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মুখাবয়ব রয়েছে। আর পুরনো নোটের একদিকে পাখির ছবি রয়েছে। তিন মাস আগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণে দুই টাকার নোট চীনে পাচার চেষ্টার সময়ও জব্দ করা হয়।

সর্বশেষ খবর