বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
সাংবাদিকদের বিক্ষোভ

২৫ নভেম্বরের মধ্যে নবম ওয়েজবোর্ড না দিলে কঠোর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৫ নভেম্বরের মধ্যে নবম ওয়েজবোর্ড গঠনের ঘোষণা না দিলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা কর্মসূচি অনুযায়ী ২৭ নভেম্বর সারা দেশের সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ করবেন গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সাংবাদিক সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হয় বিএফইউজে, ডিইউজে, ডিআরইউ, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, বাংলাদেশ ফটোজার্নালিস্ট ফোরাম, অনলাইন জার্নালিস্ট ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে সাংবাদিকরা সমাবেশে অংশ নেন সমাবেশ থেকে বলা হয়, বেঁধে দেওয়া সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে ১০ থেকে ১৩ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সংবাদকর্মীরা ঘণ্টার কর্মবিরতি, ১৩ ডিসেম্বর দেশের সব প্রেসক্লাবের সামনে দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান, ২০ থেকে ২৫ ডিসেম্বর ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন বিএফইউজে মহাসচিব ওমর ফারুক কর্মসূচি ঘোষণা করেন দাবি আদায়ে ৩০ ডিসেম্বর সারা দেশের সাংবাদিকদের নিয়ে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয় বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে সময় আরও বক্তব্য দেন বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ প্রমুখ এদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, বগুড়ায়ও একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়

     

সর্বশেষ খবর