বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

গুলি বোমা ছুড়ে সোনার দোকানে ডাকাতি

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে মোকামটোলা স্বর্ণকারপট্টিতে গত সন্ধ্যায় অস্ত্রধারী ডাকাতরা গুলিবর্ষণ ও অর্ধশতাধিক হাতবোমা ফাটিয়ে রাজমণি জুয়েলার্সে ডাকাতি করেছে। তারা জুয়েলার্স মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে শতাধিক ভরি সোনা লুটে নেয়। জানা গেছে, গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আত্মরক্ষা করতে গিয়ে ছোটাছুটির সময় অনেকে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী অনেকেই জানান, ৩০-৩৫ জনের ডাকাত দল অস্ত্র নিয়ে মহড়া দিয়ে গুলিবর্ষণ ও অনবরত হাতবোমার বিস্ফোরণ ঘটাতে থাকে। তখন ভয়ে লোকজন পালিয়ে গেলে তারা রাজমণি জুয়েলার্সে নির্বিঘ্নে ডাকাতি করে। এভাবে কয়েক মিনিটের মধ্যে শতাধিক ভরি সোনা নিয়ে সিনেমা স্টাইলে ডাকাত দল গুলি ছুড়তে ছুড়তে চলে যায়। এদিকে ছোটাছুটির সময় আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অনুভা মিষ্টান্নের কর্মচারী আসাদ, পথচারী এক নারী ও পৌর ছাত্রলীগের এক নেতার অবস্থা আশঙ্কাজনক। পরে স্থানীয় এমপি এম এ মালেক, পৌর মেয়র গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার আবুল কালামসহ ডিবি, র‌্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাত্ক্ষণিকভাবে পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সর্বশেষ খবর