বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রায় ১০০ কোটি টাকা ঋণ জালিয়াতির দুই মামলায় নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য মো. শওকত চৌধুরীর জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ১০ দিনের মধ্যে শওকত চৌধুরীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ মামলায় দুই আসামির জামিন শুনানিকালে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। এ মামলায় ব্যাংকটির এমডি মো. আসাদুজ্জামান ও বংশাল শাখা ব্যবস্থাপক হাবিবুল গনির জামিন প্রশ্নে জারি করা রুল শুনানির সময় স্বতঃপ্রণোদিত হয়ে শওকত চৌধুরীর বিষয়ে রুল জারি করা হয়।