বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বোতাম টিপে ১৭-কে স্বাগত জানাবেন মুন

প্রতিদিন ডেস্ক

ইংরেজি নতুন বছর ২০১৭-কে এবার বোতাম টিপে স্বাগত জানাবেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি মুন। এ লক্ষ্যে নিউইয়র্কের ১ নম্বর টাইমস স্কোয়ারে স্থাপিত বর্ণাঢ্য মঞ্চে রাখা হচ্ছে নতুন বছরের চোখ ধাঁধানো ওয়াটারফোর্ড ক্রিস্টাল (Waterford crystal) বল। বছর শুরুর ঠিক এক মিনিট আগে এখানেই বোতাম টিপবেন বান কি মুন। এর পর ৬০ সেকেন্ড গণনার মধ্য দিয়ে সেই বলের পতন ঘটবে ২০১৭ শুরুর লগ্নে। খবর : এনআরবি নিউজ। টাইমস স্কোয়ারে বর্ষবরণের জন্যে গঠিত কমিটির কর্মকর্তারা বান কি মুনকে এবারের প্রধান অতিথি ঘোষণা করেছেন। আর বিদায়ী বছর পার হতেই নতুন বছরের প্রথম দিনে মহাসচিবের দায়িত্ব নেবেন এন্টনিয়ো গুতেরেস। অর্থাৎ বান কি মুনের জন্য এটি একটি বিশেষ দিন। টাইমস স্কোয়ারের বর্ষবরণ অনুষ্ঠানের প্রধান টিম টম্পকিন্স বান কি মুনের প্রশংসা করে বলেন, ‘বিশ্ব মানবতা সমুন্নত রাখতে তিনি সাধ্যমত চেষ্টা করেছেন। সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ এবং উদ্বাস্তু পুনর্বাসনে তার নেতৃত্ব অবিস্মরণীয় হয়ে থাকবে মানবতার ইতিহাসে। বিশেষ করে, অকারণ যুদ্ধের বিরুদ্ধে তার অবস্থানের কথা সভ্য সমাজ কখনোই ভুলবে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর