বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কওমি সনদের স্বীকৃতি দিন

----------------- পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই সরকারের উদ্দেশে বলেছেন, কওমি শিক্ষা ধারার স্বতন্ত্রতা বজায় রেখে অবিলম্বে কওমি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা প্রদানের যথাযথ উদ্যোগ চাই। এ দাবিতে সব ওলামায়ে কেরাম এখন এক বিন্দুতে ঐক্যবদ্ধ। গতকাল রাজধানীর কাজী বশির মিলনায়তনে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড আয়োজিত ‘কওমি মাদরাসার স্বাতন্ত্র্য বজায় রেখে সনদের রাষ্ট্রীয় স্বীকৃতির’ দাবিতে মাদরাসা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সম্মেলনে আরও বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকার এদারায়ে কওমিয়া বোর্ডের মহাসচিব শায়খ মুফতি জাকারিয়া, বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী, মহাসচিব মুফতি আবদুল কুদ্দুস, বিশিষ্ট আলেম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, বোর্ডের ভাইস চেয়ারম্যান মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, ঢাকা মহানগর সহ-সভাপতি আবদুর রহমান, চট্টগ্রাম তালিমুল কোরআন বোর্ডের চেয়ারম্যান হাফেজ মাওলানা তৈয়্যব প্রমুখ।  পীর চরমোনাই বলেন, অতীতের সরকারগুলো কওমি শিক্ষা ব্যবস্থা নিয়ে বহু তামাশা করেছে। অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কারও ষড়যন্ত্রই টিকেনি। এদেশের কওমি মাদরাসাগুলো জনগণের সহযোগিতা নিয়ে টিকে আছে এবং এগিয়ে যাচ্ছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর