বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাবির হলে নিরাপত্তা বাড়ানোর দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে শিক্ষার্থী খুন হওয়া ও ল্যাপটপ, সাইকেলসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরির ঘটনায় হলগুলোকে নিরাপদ মনে করছেন না শিক্ষার্থীরা। হলগুলোতে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়ে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একই দাবিতে বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের দফতরে স্মারকলিপি দিয়েছেন।  মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কক্ষে তালা মেরে যাওয়ার পরও দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ দায় হল প্রশাসন কিছুতেই এড়াতে পারে না। হল থেকে শুধু চুরিই নয়, ঘটেছে লিপু হত্যাকাণ্ডের মতো ঘটনাও। তারপরও হল প্রশাসনের কোনো টনক নড়েনি। একটি ঘটনার পর দু-একদিন তারা আলোচনা করেই দায় সেরে দেন। তারা বলেন, হলে সিসিক্যামেরা লাগিয়ে এবং গার্ডদের সচেতন করে সার্বিক নিরাপত্তা দিতে হবে। মানববন্ধনে শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী মাহফুজ মুন্নার সঞ্চালনায় বক্তব্য দেন শহীদ হবিবুর রহমান হলের শিক্ষার্থী মাসুদুর রহমান সোহেল, মাদার বখ্শ হলের মইনুল ইসলাম, শহীদ শামসুজ্জোহা হলের মোমিনুল ইসলাম সোহাগ প্রমুখ। মতিহার হলের নাদিম মাহমুদ ও শেরেবাংলা হলের শিক্ষার্থী আবুল কালাম আজাদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর