বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বন্দর কর্মকর্তাকে মারধর করলেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ না দেওয়ার অজুহাতে চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তাকে মারধর করেছেন নগর আওয়ামী লীগের সদস্য রোটারিয়ান মো. ইলিয়াস। গতকাল দুপুরে বন্দরের মেরিন ওয়ার্কশপের ডেপুটি ইঞ্জিনিয়ার এমদাদুল হকের ওপর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে জানিয়ে বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার হারুনুর রশিদ হাজারি বলেন, নিজের লাইসেন্স করা অস্ত্র (শটগান) প্রদর্শন করে মেরিন ওয়ার্কশপের কর্মকর্তা-কর্মচারীকে ভয়ভীতি দেখান এবং ওয়ার্কশপের প্রধানকে মারধর করেন। মামলা দায়েরের পর তার অস্ত্রের লাইসেন্স বাতিলের আবেদন জানানো হবে। বন্দর সূত্রে জানা গেছে, গতকাল দুপুর পৌনে ১টার দিকে অস্ত্রশস্ত্রসহ ২০ থেকে ২৫ জন লোক নিয়ে মেরিন ওয়ার্কশপে প্রবেশ করেন নগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস। তারপর কয়েকজনকে সঙ্গে নিয়ে ওয়ার্কশপের প্রধান প্রকৌশলী এমদাদুল হকের কক্ষে প্রবেশ করেন। এ সময় সেখানে উপস্থিত আরও দুজন কর্মকর্তাকে রুম থেকে বের করে দিয়ে এমদাদুল হকের মুখে আঘাত করেন রোটারিয়ান ইলিয়াস। এর পর তাকে মারধর করতে থাকেন। এ বিষয়ে হামলার শিকার ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার (মেরিন) এমদাদুল হক বলেন, রোটারিয়ান ইলিয়াসের নেতৃত্বে একদল সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে আমার কার্যালয়ে প্রবেশ করে। এ সময় ইলিয়াস আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন।

এদিকে বন্দর কর্মকর্তার ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বন্দর আসনের সংসদ সদস্য এম এ লতিফ।

সর্বশেষ খবর