দীর্ঘ প্রতীক্ষিত ডট বাংলা ডোমেইন জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী আজ দুপুরে তার সরকারি বাসভবন গণবভনে এক অনুষ্ঠানে ডট বাংলা ডোমেইনের উদ্বোধন করবেন। এর আগে ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেন, ডোমেইন উদ্বোধনের পর এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। দীর্ঘ প্রতিক্রিয়ার পর গত ৪ অক্টোবর রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) আনুষ্ঠানিকভাবে বরাদ্দ পাওয়ার পর গ্রাহকদের মধ্যে ডট বাংলা ডোমেইন বিতরণ শুরুর প্রস্তুতি নেয়।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছিলেন, ডট বাংলা ডোমেইনের অধিকার পাওয়ার পর তারা এটি বিজয়ের মাস ডিসেম্বরে জনগণের জন্য উন্মুক্ত করতে চান।
কর্মকর্তারা জানান, ডোমেইনের জন্য দরখাস্ত আহ্বান করবে বিটিসিএল।তারা বলেন, আগ্রহী গ্রাহকরা অনলাইনের মাধ্যমে ডট বাংলার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করবে। রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল কোম্পানি টেলিটক রেজিস্ট্রেশন ফি গ্রহণ করবে।