সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
স্বাস্থ্য প্রতিদিন

মাথাব্যথা যখন শিশুর

মাথাব্যথা যখন শিশুর

মাথাব্যথা এক দুঃসহ যন্ত্রণার নাম। শিশুদের ক্ষেত্রে সেই যন্ত্রণা আরও বেশি ভয়াবহ। ছোটদেরও যে মাথাব্যথা হতে পারে, একথা অনেকেই বিশ্বাস করতে চান না। অবশ্য ছোটরাও কম যায় না, অনেকে স্কুলে যাওয়ার ভয়ে মিথ্যা ব্যথার ভান করে। তাই দেখা যায়, সত্যিকার অর্থে মাথাব্যথা করছে কিন্তু  চিকিত্সকের কাছে নিয়ে যাওয়া হচ্ছে না।

মাইগ্রেন : এ ক্ষেত্রে টিপটিপে ব্যথা হয়। মাসে কয়েকবার কিংবা বছরে দুবার এ ব্যথা হতে পারে। ব্যথা কয়েক ঘণ্টা বা সারা দিন থাকতে পারে। এ সময় মেজাজ খিটমিটে, বমিবমি ভাব এবং বমি হয়। বিশেষ করে এ সময়ে অল্পবয়সীরা কাঁদতে থাকে, ঘুরে পড়ে যায়। কখনো কখনো তাদের মধ্যে অবসন্নতা দেখা দেয়। ঘুমের মধ্যে হাঁটে, কথা বলে, এটা ওটা ছুড়ে মারে।

ক্লাসিক মাইগ্রেন : মাথাব্যথার সঙ্গে হ্যালুসিনেশন ঘটে। এই যন্ত্রণাদায়ক অবস্থার মধ্যে নিজেকে খুব লম্বা মনে হয়। মা-বাবাকে নিজের চেয়ে ছোট বলে মনে হয়।

ব্যাসিলার মাইগ্রেন : সাধারণত কিশোরীরা বেশি ভোগে। মাথাব্যথার সঙ্গে মাথাঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, মাংসপেশির দুর্বলতা, শরীরের একপাশের অসাড়তা উপসর্গ দেখা দেয়।

ডা. মিজানুর রহমান কল্লোল, সহকারী অধ্যাপক, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর