সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মির্জা আব্বাসের দুর্নীতি মামলার স্থগিতাদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এ বিষয়ে দুদকের আবেদন খারিজ করে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ  কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। মির্জা আব্বাসের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, গত বছরের ১৪ ডিসেম্বর হাইকোর্ট এই মামলা কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেয়। ওই আদেশ স্থগিত চেয়েছিল দুদক। গত ২৭ ডিসেম্বর চেম্বার আদালত এ আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী থাকা অবস্থায় সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের মাধ?্যমে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯ শত টাকা আত্মসাতের অভিযোগে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলা করে দুদক। ঢাকার বিশেষ জজ আদালত গত ২০ অক্টোবর এ মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। পরে তিনি অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। মির্জা আব্বাসের আবেদনের শুনানি করে ১৪ ডিসেম্বর মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।

সর্বশেষ খবর