শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
মধুমেলায় ওবায়দুল কাদের

সার্চ কমিটির সদস্যরা অরাজনৈতিক ও যোগ্য ব্যক্তিত্ব

নিজস্ব প্রতিবেদক, যশোর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি যাদের সার্চ কমিটির সদস্য করেছেন তারা অরাজনৈতিক এবং যোগ্য ব্যক্তিত্ব। আমরা আওয়ামী লীগ করুক এমন কাউকে সার্চ কমিটিতে চাইনি। তবে তারা যেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হন— সেটা চেয়েছি।

গতকাল দুপুরে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকীতে আয়োজিত মধুমেলার ষষ্ঠ ও সমাপনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এবার মহাকবি মধুসূদন পদক পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামের মতো একজন অরাজনৈতিক যোগ্য ব্যক্তিকে সার্চ কমিটির সদস্য করায় রাষ্ট্রপতি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। সার্চ কমিটির অন্য সদস্যরাও কখনো আওয়ামী লীগ করেননি। সার্চ কমিটিতে এমন গুণী মানুষের উপস্থিতির বিষয়টি যারা বিতর্কিত করতে চাচ্ছে তাদের ব্যাপারটা আমাদের ভাবতে হবে। মন্ত্রী বলেন, অতীতে ক্ষমতায় থাকাকালে সাংবিধানিক সব পদে তারা দলীয় লোক বসিয়েছিলেন বলেই এখন সার্চ কমিটির সদস্যদের নিয়ে প্রশ্ন তুলছেন।

অনুষ্ঠানে এবার মহাকবি মধুসূদন পদকপ্রাপ্ত দুজনের মধ্যে কবি নির্মলেন্দু গুণ তার অনুভুতি ব্যক্ত করেন। পরে প্রধান অতিথি তার হাতে পদক তুলে দেন। তবে পদকপ্রাপ্ত ড. সৈয়দ মনজুরুল ইসলাম মঞ্চে ছিলেন না। তার পদক নেন আরেক কবি মারুফুল ইসলাম। যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন বক্তব্য রাখেন। এ সময় যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর