মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সীমান্তে কড়া নজরদারি বিএসএফের

দীপক দেবনাথ, কলকাতা

বাংলাদেশের সিলেটে জঙ্গি হামলার জেরে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কড়া সতর্কতা জারি করা হয়েছে। গতকাল আগরতলায় বিএসএফের ডিআইজি হরদীপ সিং জানান, ভারত-বাংলাদেশ ৪০৯৬ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সীমান্ত বরাবর কড়া সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক সীমান্তে কড়া নজরদারি চালাতে বিএসএফের জওয়ানদের নির্দেশ দেওয়া হয়েছে।  তিনি বলেন, সীমান্তের যে জায়গায় কাঁটাতারের বেড়া নেই, সেখানেও অতি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বিএসএফের সঙ্গে স্লিফার ডগ, বোম্ব নিরোধক স্কোয়াডকেও একযোগে কাজ করতে বলা হয়েছে। তিনি জানান, ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে বেশকিছু নারী জওয়ানকেও মোতায়েন করা হয়েছে। এদিকে ত্রিপুরা পুলিশের এক কর্মকর্তা জানান, মোবাইল টাস্ক ফোর্সসহ (এমটিএফ) রাজ্যের অন্যান্য নিরাপত্তা এজেন্সিকেও সীমান্তবর্তী গ্রামগুলোতে নজরদারি চালানোর কথা বলা হয়েছে। ত্রিপুরার পাশাপাশি বাংলাদেশের সিলেট সীমান্ত বরাবর উত্তর-পূর্ব ভারতেও নিরাপত্তা জোরদার করেছে বিএসএফ। আসাম-মেঘালয়ভিত্তিক বিএসএফের কর্মকর্তা জানান, জঙ্গিরা যখন বাংলাদেশে চাপের মুখে পড়বে তখন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করবে। তাই আসাম-মেঘালয় সেক্টর বরাবর সীমান্ত পারাপারের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর