মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শ্রমিক স্বার্থ রক্ষায় অবাধ স্বাধীনতা চায় ইইউ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে শ্রমিক স্বার্থ রক্ষায় অবাধ স্বাধীনতা চান ঢাকা সফররত ইউরোপীয় সংসদীয় প্রতিনিধি দলের নেতা আর্নে লিত্জ। তিনি বলেছেন, কোনো কারখানার মোট শ্রমিক সংখ্যার ৩০ শতাংশের অংশগ্রহণ ছাড়া ট্রেড ইউনিয়ন করা যাবে না, এটা গ্রহণযোগ্য নয় এবং সংশোধন করা প্রয়োজন। গতকাল রাজধানীর হোটেল ওয়েস্টিনে পোশাক শিল্প-মালিকদের সংগঠন বিজিএমইএ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আর্নে লিত্জ। রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের শ্রম অধিকার, ট্রেড ইউনিয়ন করতে বাধা, শ্রমিকদের ভয়ভীতিসহ কর্মপরিবেশ খতিয়ে দেখতে গতকাল ঢাকায় আসে ইউরোপীয় সংসদের চার সদস্যের প্রতিনিধি দল। ওই দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করে বিজিএমইএ। এতে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, ইইউ সংসদীয় দলের সদস্য লিন্ডা ম্যাকাভেন, নোবার্ট নুয়েসার ও অ্যাগনেস জনজেরিয়স এবং বিজিএমইএ সহসভাপতি মোহাম্মদ নাসির, মাহমুদ হাসান খান বাবু, ফেরদৌস পারভেজ বিভন, পরিচালক মিরান আলী প্রমুখ।

ইউরোপীয় সংসদীয় প্রতিনিধি দলের নেতা আর্নে লিত্জ সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ইপিজেডগুলোতে ট্রেড ইউনিয়ন করার অধিকার অন্য শ্রমিকদের মতো অভিন্ন আইনে করার পরামর্শ দিয়েছে ইইউ। ইপিজেডের বাইরের কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকলেও ইপিজেডে ট্রেড ইউনিয়ন করার অধিকার নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর