শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
মতবিনিময় সভায় বক্তারা

অপশক্তি মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাস-জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত সমাজ গড়তে অপশক্তি মোকাবিলায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ মোর্চা আয়োজিত জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভায় এ আহ্বান জানান বক্তারা। এতে মোর্চার আহ্বায়ক সাংবাদিক ও কলামিস্ট আবেদ খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী জঙ্গিদের প্রতিরোধ করছে, তাদের সহযোগিতার জন্য অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।  উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, একাত্তর টিভির বার্তা সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, হিন্দু ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি কাজল দেবনাথ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর