শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বঙ্গবন্ধুর প্রবন্ধ ও বক্তৃতা বিবৃতির বই ‘বাংলাদেশ’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা প্রবন্ধ, বক্তৃতা, বিবৃতি, বাণী, নির্দেশ, সাক্ষাৎকার ও দুর্লভ সব ছবি নিয়ে প্রকাশিত হয়েছে ‘বাংলাদেশ’ নামক একটি বই। তথ্যবহুল এবং ইতিহাসসমৃদ্ধ এই বইয়ে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর লেখা পাঁচটি প্রবন্ধ, ৫২৭টি বক্তৃতা-বিবৃতি, ৩২টি বাণী, ১৭টি নির্দেশ, ৩টি সাক্ষাৎকার, বহুধা উপাধিতে ভূষিত শেখ মুজিবুর রহমানকে নিয়ে ১২টি বিষয়, ১৭টি ঐতিহাসিক দলিলপত্র এবং ২২১টি বঙ্গবন্ধুর দুর্লভ ছবি। বইটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম এবং বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির প্রধান নির্বাহী জাহিদ হোসেন। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে বইটির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এতে উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর ৫৫ বছরের জীবনের ৩৮ বছরই রাজনৈতিক জীবন। বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে গবেষণা, রচনা নতুন প্রজন্মের জন্য অব্যাহত রাখতে হবে। উপাচার্য জানান, বইটি সম্পাদনা করতে দশ বছর সময় লেগেছে। সব তথ্য নির্ভুলভাবে তুলে ধরা হয়েছে বইটিতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর