সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

স্ত্রীসহ জামিন পেলেন রিড ফার্মার মালিক

আদালত প্রতিবেদক

ভেজাল প্যারাসিটামল সেবনে শিশু মৃত্যুর ঘটনায় করা মামলায় উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন রিড ফার্মাসিউটিক্যালসের মালিক মিজানুর রহমান ও তার স্ত্রী শিউলি রহমান। গতকাল ঢাকার ড্রাগ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে শুনানি নিয়ে বিচারক আতোয়ার রহমান প্রত্যেকের ১০ হাজার টাকা করে মুচলেকায় জামিন মঞ্জুর করেন। এ বিষয়ে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর সাংবাদিকদের জানান, এই দুই আসামিসহ রিড ফার্মাসিউটিক্যালসের পাঁচ কর্মকর্তাকে দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য গ্রহণ করে ৯ মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ তাদের আত্মসমর্পণের আদেশ দেয়। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবন করে সারা দেশে ২৮টি শিশু মারা যায়। এ ঘটনায় ওষুধ প্রশাসন অধিদফতরের তৎকালীন তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম ঢাকার ড্রাগ আদালতে ওষুধ কোম্পানিটির মালিকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

 এই মামলায় গত বছরের ২৮ নভেম্বর একই আদালত মিজানুর, রিড ফার্মাসিউটিক্যালসের পরিচালক শিউলি ও আবদুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হককে খালাস দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে ৫ জনের পর্যাপ্ত সাজা চেয়ে রাষ্ট্রপক্ষ গত জানুয়ারিতে আপিল করে। ৯ মার্চ আপিলের গ্রহণযোগ্যতার শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেয়।

সর্বশেষ খবর