শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

মালিক পক্ষের প্রতিনিধির নাম দেওয়ার পর নবম ওয়েজ বোর্ড : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাংবাদিকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে মালিক পক্ষের প্রতিনিধির নাম দেওয়ার পর মালিক, সাংবাদিক ও শ্রমিক পক্ষ মিলে বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নবম ওয়েজ বোর্ড গঠন করা হবে। এখনো মালিক পক্ষ কোনো প্রতিনিধির নাম দেয়নি। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে গতকাল হুইপ মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়নের ক্ষেত্রে মালিক ও শ্রমিকদের পদক্ষেপ নিতে হবে। সরকার মধ্যস্ততা করে মাত্র। মালিক পক্ষের সঙ্গে সমন্বয় করে খুব শিগগিরই ওয়েজ বোর্ড গঠন করা হবে। বরিশাল-৬ আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রত্নার এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকি করতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরকে সভাপতি করে ৯ সদস্যের মনিটরিং টিম গঠন করা হয়েছে। যারা সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদেরকে সর্বশেষ সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করছে কিনা তা তদারকি করছে। ইতিমধ্যে এ কমিটি বেশকিছু পত্রিকার অফিস পরিদর্শন করছে।

অপর এক প্রশ্নের জবাবে ইনু জানান, দেশে বর্তমানে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈ-মাসিক ও ষাণ্মাসিক মিলিয়ে নিবন্ধিত মোট ২ হাজার ৮৫৫টি পত্রিকা রয়েছে।

সর্বশেষ খবর