শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

শাহজালালে ৩৪ লাখ টাকার সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে চার যাত্রীর কাছ থেকে ৩৪ লাখ ৪০ হাজার টাকার বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গতকাল ভোরে গালফ এয়ার ওয়েজের একটি ফ্লাইটে (জিএফ-২৫০) নুর আলম বকুল নামে এক যাত্রী দুবাই থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরে নেমে লাগেজ সংগ্রহের পর গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার গতিবিধিতে সন্দেহ হয়। এ সময় তার সঙ্গে থাকা তিনটি লাগেজে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ২৫২ কার্টন সিগারেট জব্দ করা হয়। এর মধ্যে কোরিয়ার মন্ড ব্র্যান্ডের ১৯৮ কার্টন ও বাকি ৫৪ কার্টন ইংল্যান্ডের ডানহিল ব্র্যান্ডের। জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা।

এদিকে, ঢাকা কাস্টমস হাউসের সহকারী পরিচালক আহসানুল কবির জানান, শনিবার রাতে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে (জি-৯৫১৩) আখতার হোসেন ও ওমর ফারুক এবং কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে জামাল ঢাকায় আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাদের সঙ্গে থাকা লাগেজ স্ক্যান করে সেগুলোর ভিতরে সিগারেটের অস্তিত্ব পাওয়া যায়। পরে তা তল্লাশি করে আখতারের কাছে ২২৮ কার্টন, ফারুকের কাছে ২২১ কার্টন ও জামালের কাছে ২৭৫ কার্টন সিগারেট পাওয়া যায়। এর আনুমানিক মূল্য ১৯ লাখ টাকা।

সর্বশেষ খবর