শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

আহসান উল্লাহ মাস্টারের শাহাদাতবার্ষিকী পালিত

গাজীপুর প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরের সাবেক সংসদ সদস্য শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১৩তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কালোব্যাজ ধারণ, কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, ফ্রি চিকিত্সা সেবা, খাদ্য বিতরণ ও স্মরণসভার আয়োজন করা হয়। গতকাল সকালে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের হায়দারাবাদে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রমুখ। এ ছাড়া আওয়ামী লীগসহ দলীয় অঙ্গ সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দুপুরে আহসান উল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল এমপির সভাপতিত্বে সমাধিস্থলে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান আকন্দ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি  অ্যাডভোকেট আজমত উল্লা খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ প্রমুখ।

সর্বশেষ খবর