মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা

‘২৭ ঘণ্টায় কুরআন শিক্ষা’ বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

নূরানি পদ্ধতিতে মাত্র ২৭ দিনে এক ঘণ্টা করে পড়েই শিখতে পারবেন শুদ্ধ কোরআন তিলাওয়াত। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘২৭ ঘণ্টায় কুরআন শিক্ষা’র এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটির লেখক প্রকৌশলী মইনুল হোসেনসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। বইটি প্রকাশ করেছে মীনা বুক হাউস। অনুষ্ঠানে লেখক মইনুল হোসেন বলেন, ‘প্রতিদিন মাত্র এক ঘণ্টা করে ২৭ দিন এ বই পড়লে ইনশাআল্লাহ যে কোনো ব্যক্তি কোরআন শরিফ পড়তে পারবেন। বইয়ের প্রতিটি আরবি লেখার নিচে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে, যাতে সবাই এ বই পড়তে পারেন। প্রতিদিন এক ঘণ্টা পড়ার পর নিজেই আপনার অগ্রগতি দেখতে পাবেন। এজন্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে বইটিতে।’ বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে ‘পরিমার্জিত ২৭ ঘণ্টায় কুরআন শিক্ষা’ অ্যাপস ডাউনলোড করা যাবে। এ ছাড়া learn Quran, নাম, মোবাইল নম্বর ও ই-মেইল আইডি লিখে ০১৯২২-১৬১৭৮০, ০১৯৯৬-১১০৫১৫ অথবা ০১৭৭০-১৬৮৫৫৬ নম্বরে মেসেজ পাঠালেও কোরআন শেখার এ বইয়ের লিংক পাঠিয়ে দেওয়া হবে।

এসব নম্বরে ফোন করেও এ বই সংগ্রহ করা যাবে। অ্যাপস প্রসঙ্গে মইনুল হোসেন বলেন, এই সফটওয়ারে গিয়ে আরবি হরফে চাপ দিলে স্বয়ংক্রিয়ভাবে শুদ্ধ উচ্চারণ শোনা যাবে। এভাবে আগ্রহীরা সহজেই সহিহ-শুদ্ধ উচ্চারণ শিখতে পারবেন।

সর্বশেষ খবর