মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা

সরকার বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘সরকার দেশের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। প্রশাসন চাপ দিয়ে বসে আছে। আমরা ভুক্তভোগী। নিচে (নিম্ন আদালত) হাকিমকে হুকুম দিলে জামিন হয়, না হলে জামিন হয় না। আজকেও দীর্ঘ ছয় বছর ধরে প্রধান বিচারপতি বিধিমালা চাচ্ছেন বিচারকদের, সেই বিধিমালা এখন পর্যন্ত  দেওয়া হয়নি।’ গতকাল বিকালে ঢাকা মহানগর উত্তরের এক কর্মিসভায় তিনি এ অভিযোগ করেন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপি এই কর্মিসভা করে। মহানগর উত্তরের সহসভাপতি মুন্সি বজলুল বাছিত আনজুর সভাপতিত্বে কর্মিসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ বক্তব্য রাখেন। ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের মামলার আসামি মালয়েশিয়া অবস্থান করা মহানগর উত্তরের সভাপতি এম এ কাইয়ুম মালয়েশিয়া থেকে  টেলিফোনে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ না করায় প্রধান বিচারপতি এস কে সিনহার উষ্মা প্রকাশের বিষয়টি উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘প্রধান বিচারপতি সত্য কথা বলেছেন। যে কথাগুলো বিএনপি বার বার বলে আসছে যে, এদেশের বিচার ব্যবস্থা স্বাধীন নয়। এর ওপরে প্রশাসন চাপ দিয়ে বসে আছে, সরকার নিয়ন্ত্রণ করছে।’

দশম জাতীয় সংসদের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে পার্লামেন্ট নেই বললেই চলে। এই পার্লামেন্ট নামমাত্র পার্লামেন্ট, এই পার্লামেন্ট সরকারেরই একটা গৃহপালিত বিরোধী দল দিয়ে একটা পার্লামেন্ট আছে  যেখানে কোনো কিছুই জবাবদিহিতা দেওয়া হয় না। যেখানে সরকারের সমস্যা তুলে ধরে আলোচনা-সমালোচনা হওয়ার কথা সেখানে হয় না। সেই কারণে এই সংসদ কোনো সংসদই নয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘যাকে (এরশাদ) বর্জন করা হয়েছিল, যাকে এদেশের মানুষ ছুড়ে  ফেলে দিয়েছিল, তাকে এখন বিশেষ দূত বানিয়েছে। তার দলের তিনজনকে মন্ত্রী বানিয়েছে। আজকে এভাবে এদেশ গণতন্ত্রবিহীন হয়ে পড়েছে, আমাদের অধিকার নিয়ে গেছে, আমাদের বাকস্বাধীনতা, ভোট দেওয়ার স্বাধীনতা সব কিছু হরণ করা হয়েছে। এ থেকে উত্তরণে গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বস্তরের নেতা-কর্মীদের সব বিভেদ-ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

মহানগর উত্তরের নবনির্বাচিত সভাপতি এম কাইয়ুমকে সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘শুধু এম এ কাইয়ুমই নয়, এভাবে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তরুণ নেতা তারেক রহমানসহ এমন কোনো নেতা নেই, যার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা নেই। এটা হচ্ছে তাদের (সরকার) হাতিয়ার, এই হাতিয়ারটা তারা ব্যবহার করছে এজন্য যে আওয়ামী লীগ বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না।’

সর্বশেষ খবর