মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা

লেজুড়বৃত্তিতে ব্যস্ত ইসলামী নেতৃত্ব

—পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী নেতৃত্ব ও ব্যক্তিত্বগুলো লেজুড়বৃত্তিতে ব্যস্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। তিনি বলেন, লেজুড়বৃত্তি পরিহার করে কাজ করলে তাগুতি শক্তিগুলো এক মুহূর্তও টিকতে পারত না। গতকাল পাবনার কাশিনাথপুর কারিমিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পীর চরমোনাই বলেন, ইসলাম এসেছে বিজয়ের জন্য। আমাদের বদ-নসিবের কারণেই ৯২ ভাগ মুসলমানের দেশে, লাখ লাখ ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, মসজিদ-মাদ্রাসা থাকার পরও ইসলাম আজ পরাজিত। এর চেয়ে লজ্জাজনক ব্যাপার আর কী হতে পারে। পীর চরমোনাই সবাইকে তাগুতি শক্তির সহযোগী মনোভাব পরিহার করে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মুফতি আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মুফতি নাজমুল হাছান, মুফতি রবিউল ইসলাম, মাওলানা আবু বকরসহ স্থানীয় ওলামা-মাশায়েখরা বক্তব্য রাখেন। তিনি নওগাঁ জেলা সভাপতি অ্যাডভোকেট আমেল খান চৌধুরীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।

সর্বশেষ খবর