মঙ্গলবার, ১৬ মে, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে অনলাইনে ভ্যাট নিবন্ধন মেলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে অনলাইনে ভ্যাট নিবন্ধন প্রদানের জন্য মেলার আয়োজন করা হয়েছে। ১৬, ১৭ ও ১৮ মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ মেলা চলবে। মেলাটি ঢাকা (পূর্ব) কমিশনারেটের সদর দফতর, জাতীয় ক্রীড়া পরিষদ ভবন, ৬২/৩ পুরানা পল্টনের ১২তলায় অনুষ্ঠিত হবে। মেলায় শ্যামপুর, সূত্রাপুর ও ডেমরা বিভাগীয় দফতরের ভৌগোলিক এলাকার সব করদাতা, ব্যবসায়ীরা যারা নিয়মিত ভ্যাট প্রদান বা রিটার্ন দাখিল করেন সেসব করদাতা ও ব্যবসায়ীদের মেলায় উপস্থিত হয়ে ভ্যাট নিবন্ধন গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে এবং পুরাতন ১১ ডিজিটের ভ্যাট নিবন্ধন বাতিল হয়ে যাবে।

সর্বশেষ খবর