সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

পাটের ব্যাগ ব্যবহার না করলে ঋণ নয়

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক থেকে ঋণ পেতে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। কৃষি সংশ্লিষ্ট শিল্প পণ্যে এ নির্দেশনা জারি করে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে। ব্যাংক থেকে ঋণ পেতে হলে পাটের মোড়ক ব্যবহার নিশ্চিত করতে হবে শিল্প প্রতিষ্ঠানগুলোতে। বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, কৃষিজাত শিল্পে উত্পাদিত পণ্যের ক্ষেত্রে ঋণ আবেদন করলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পাটের ব্যাগ ব্যবহারে বাধ্যতামূলক শর্ত আরোপ করতে হবে। পাটের ব্যাগ, মোড়ক ব্যবহার নিশ্চিত না করলে ওই প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া যাবে না। এতে বলা হয়েছে, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি উত্পাদনকারী ও সরবরাহকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক কর্তৃক ঋণ প্রদান, নবায়ন ও বিতরণকালে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়াও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা ও তুষ-খুদ-কুড়া উত্পাদন ও সরবরাহকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ঋণ বিতরণকালে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করার শর্তারোপ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এসব প্রতিষ্ঠান পণ্য প্যাকেটজাতকরণে পাটের ব্যাগ ব্যবহার না করলে তাদের ক্ষেত্রে ব্যাংক ঋণ সুবিধা প্রদেয় হবে না, যা গ্রাহককে লিখিতভাবে অবহিত করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর