সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন ভাস্কর খালিদ

সাংস্কৃতিক প্রতিবেদক

নিজের সৃষ্টি ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলা’র সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হয়ে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে গতকাল দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় নাগরিক শ্রদ্ধানুষ্ঠান। প্রাতিষ্ঠানিক, সাংগঠনিক ও ব্যক্তিগতভাবে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শিল্পীকে শেষ বিদায় জানান সর্বস্তরের মানুষ।

এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। আরও শ্রদ্ধা জানায় বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, ঢাবি শিক্ষক সমিতি, কবিতা পরিষদ, গণসংগীত সমন্বয় পরিষদ, ঋষিজ শিল্পীগোষ্ঠী, ছাত্রলীগ, এশিয়াটিক সোসাইটি, উদীচী, চারুশিল্পী সংসদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন। ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানান শিল্পী হামিদুজ্জামান খান, মনিরুল ইসলাম, শহীদ কবির, ফকির আলমগীর, মুহাম্মদ সামাদ প্রমুখ।

শ্রদ্ধাঞ্জলি শেষে বাদ-জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। উল্লেখ্য, গত শনিবার রাত পৌনে ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আবদুল্লাহ খালিদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর