সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

বাণিজ্যে ডিজিটাল সেবা পাচ্ছেন ব্যবসায়ীরা

————— তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যবসায়ীদের এখন ডিজিটাল সেবা দেওয়া হচ্ছে। সেবা গ্রহণের জন্য ব্যবসায়ীদের আবেদন অনলাইনে গ্রহণ করা হয় এবং অনলাইনেই রেজিস্ট্রেশন প্রদান ও নবায়ন করা হয়। বাণিজ্য সহজ এবং ব্যবসায়ীদের দ্রুত সেবা দেওয়ার জন্য ডিজিটাল সেবা প্রদান ব্যবস্থাপনা চালু করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। গতকাল রাজধানীতে আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তোফায়েল আহমেদ জানান, বাণিজ্যিক আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) সেবা সহজ করা হয়েছে। তিন দিনের স্থলে একদিন ১২ ঘণ্টা ২০ মিনিট সময়ে এবং ১৫টি ধাপের স্থলে ১০টি ধাপে এখন আইআরসি জারি হরা হচ্ছে। মন্ত্রী বলেন, ই-ফাইলিং চালু করার ফলে স্বচ্ছতার সঙ্গে দ্রুত ব্যবসায়ীদের সেবা প্রদান করা হচ্ছে। কোনো ধরনের হয়রানি ছাড়াই ব্যবসায়ীরা প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন। মন্ত্রী জানান, বাণিজ্য মন্ত্রণালয় বছরে প্রায় ২০০ কোটি টাকা রাজস্ব আয় করে থাকে; এর অর্ধেকেরও বেশি আসে আমদানি-রপ্তানি অফিস থেকে। নতুন অফিসে কাজের পরিবেশ উন্নত এবং আধুনিক ব্যবস্থাপনার কারণে এখানে কার্যক্রম আরও বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রক আফরোজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর