সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

‘হয়রানিমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবে এফবিসিসিআই’

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে ব্যবসায়ীদের জন্য হয়রানিমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নতুন সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বলেছেন, কোনো অসাধু কর্মকর্তা-কর্মচারী মাথা উঁচু করে ব্যবসায়ীদের ধৃষ্টতা দেখাতে পারবে না। গতকাল মতিঝিলের ফেডারেশন ভবনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ২৩তম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে এ কথা বলেন শফিউল ইসলাম মহিউদ্দিন। এতে আরও বক্তব্য দেন এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এমপি ও সংগঠনটির বিদায়ী সভাপতি আবদুুল মাতলুব আহমাদ। এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর প্রথম সহসভাপতি শেখ ফজলে ফাহিম ও সহসভাপতি মুনতাকিম আশরাফ। আমি মনে করি পরিচালক না হয়েও সংগঠনকে এগিয়ে নিতে তারা ভূমিকা রাখতে পারেন। বিদায়ী সভাপতি আবদুুল মাতলুব আহমাদ বলেন, গত দুই বছর সময়টি অত্যন্ত ভালো কেটেছে। আমার পর্ষদের ৫২ পরিচালকই আমাকে সহযোগিতা করেছেন। শুরুতেই প্রতিশ্রুতি দিয়েছিলাম এফবিসিসিআইকে আগামী দুই বছর সময় দেব। এখন গত দুই বছর সফলভাবে সময় দিতে পারায় আমি আনন্দিত। ভালো লাগছে কাল থেকে আমি আমার ব্যবসায় আবার ফিরে যাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর