রবিবার, ৪ জুন, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে পিত্জা হাটসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে পিত্জা হাটসহ তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত পিত্জা হাটকে বিএসটিআইর অনুমোদন না নিয়েই স্পাইসি মিক্স নামের একটি পণ্যে বিএসটিআইর লোগো ব্যবহার করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিএসটিআইর অনুমোদন ছাড়াই দই তৈরির অপরাধে বনানীর সাজনা হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে বনানীর মি অ্যান্ড থি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রমজান মাস জুড়ে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর