সোমবার, ৫ জুন, ২০১৭ ০০:০০ টা

বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জোটে অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাবের বর্ধিত আবগারি শুল্ক আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট। গতকাল আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক বৈঠকে এ দাবি জানানো হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, বাজেট পর্যালোচনা করে আমরা দেখেছি, সেটা সার্বিকভাবে ভালো হয়েছে। এ বাজেটের যেসব ত্রুটি আছে, সেগুলোকে অর্থমন্ত্রী পুনর্বিবেচনা করবেন বলে আমরা ১৪ দল আশা করছি। পরে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বলেন, জনগণের সুবিধার কথা চিন্তা করে আমরা ১৪ দল মনে করি, বাজেটের কিছু বিষয় নিয়ে অর্থমন্ত্রীর সংশোধন করার দরকার। এর মধ্যে ব্যাংকের আবগারি শুল্ক ও সারচার্জ প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। এ ছাড়া জনমনে প্রতিক্রিয়া ফেলে এমন অংশটুকু প্রত্যাহারের দাবি জানাই।

শেখ শহীদুলের সভাপতিত্বে এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রমুখ। বৈঠক শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, বাজেটের যে বিষয়গুলো জনআকাঙ্ক্ষা বান্তবায়ন করতে পারেনি, সেগুলো আশা করি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিবেচনা করবেন। রাঙামাটির লংগদুর ঘটনায় ১৪ দল উদ্বিগ্ন বলেও জানান তিনি। তার নেতৃত্বে ১৪ দলের প্রতিনিধিরা আগামীকাল ৬ জুন ওই এলাকায় যাবে। এ ছাড়া ৭ জুন কক্সবাজারসহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ১৪ দলের আরেকটি প্রতিনিধি দল যাবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর